পারাপারের ঘাটের পাশে বটের ছায়ে প্রহর কাটে
তাকিয়ে থাকি স্রোতের দিকে পবন মাঝির খেয়াঘাটে।
যাওয়ার সময় ভরা তরি আবার ভরা যখন ফিরে
কাউকে দেখি হাসিখুশি নামল সবাই ধীরে ধীরে।
মাঝ গগনে সূর্য যখন তপ্ত বাতাস বিপরীতে
জোয়ার আসে তুফান তুলে খেয়াতরি মাঝ নদীতে।
জাগিয়ে আশা মনের কোণে নামল ঘাটে শ্রান্ত পায়ে
একটুখানি চোখের দেখা বেনারসি জড়িয়ে গায়ে।
মনমোহিনী রূপের ছটা ছড়িয়ে পড়ে রেশমি জলে
ধাক্কা খেল ভাবনাগুলো রুমুরঝুমুর রূপোর মলে।
ক্ষণেক পরে মিলিয়ে গেল দোসর সাথে রিকশা চড়ে
ভেসে গেল সবটুকু ওই স্রোতের টানে প্রবল ঝড়ে।