আজ পঁচিশে বৈশাখ
অজিত কুমার কর


বোশেখ মানে রবীন্দ্রনাথ, তোমার আবির্ভাব
বীরপুরুষের ছুটছে ঘোড়া পরনে কিংখাব।
সোনার ধানে ভরা তরি আকাশজুড়ে মেঘ
তরিখানি ভিড়াও তীরে, কমুক ঝড়ের বেগ।


আমাকে না নিয়ে তুমি দেখব কেমন যাও
কালো হরিণ দেখিয়ে দেবো দেখতে যদি চাও।
ভ্রমর কালো নয়ন দুটি কাজল কালো চুল
লোকে যে যা বলুক তাকে হয় না তোমার ভুল।


বৃষ্টি যখন নামবে ঝেঁপে জুড়িয়ে যাবে প্রাণ
শিবঠাকুরের বিয়ে হবে, কন্যা সম্প্রদান।
মেঘ সরিয়ে রোদ হেসেছে আকাশ পরিষ্কার
আনন্দে বেশ কাটবে সময়, তোমাকে দরকার।


কেয়াপাতা কোথায় পাবো কাগজ আছে ঢের
ওতেই নৌকা বানিয়ে নেবো বৃষ্টি হলে ফের।
চুপি চুপি বলছি তোমায় গোপন থাকুক চাই
ভানুসিংহ লিখে দিয়ে তোমাকে পাঠাই।


পাঠিয়ে দিলাম মেঘ মারফত তোমায় নিমন্ত্রণ
মঞ্চ-'পরে তৈরি আছে তোমার সিংহাসন।
শাঁখ বাজিয়ে করব বরণ জ্বলবে জাগ-প্রদীপ
লাল করবী জুঁই রেখেছি, নীলচে টিউলিপ।


তোমায় নিয়ে গান রচেছি লাগিয়ে দেবে সুর
তোমার হাতে প্রাণ পাবে গান, কণ্ঠ সুমধুর।
এমনি করে কাটাই আমরা পঁচিশে বৈশাখ
তোমার পরশ পেয়ে সবাই বিভেদ ভুলে যাক।