আলোর টানে


রাতেরবেলা আকাশজুড়ে তারার ঝিকিমিকি
ঘরের ভিতর ব্যস্ত তখন দু-তিনটা টিকটিকি।
তীক্ষ্ণ নজর পোকার ওপর খপাত খপাত ধরে
আরশোলা বা পোকামাকড় এক নিমেষে মরে।


মৌমাছিদের কেন যে টান আলোর প্রতি এতো
চাক থেকে রোজ উড়ে আসে শ্যামাপোকার মতো।
ওরা কি আর ফিরবে চাকে নিভিয়ে দিলে বাতি
নাকি ওরা রইবে জেগে, বাড়তে থাকে রাতি।


উইপোকাদের আনন্দ খুব যেই গজাবে ডানা
গর্ত থেকে বেরিয়ে পড়ে সকলে তালকানা।
পলকা ডানা পড়বে খসে ঘন্টাদুয়েক পরে
কেন ওদের পাখনা গজায় তা কি মরার তরে?


একই দশা শ্যামাপোকার খুঁজে বেড়ায় আলো
সবুজ বরন ছোট্টো কীটের পছন্দ নয় কালো।জীবজগতের জীবনশৈলী রহস্যতে ভরা
জানি আমরা অতি অল্প বেশিটাই অধরা।


@ অজিত কুমার কর