.           অস্তরবি


অস্তরবি রং ছড়ালো মেঘে
প্রিয়ার ঠোঁটে একটু গেল লেগে
হাসির সাথে রঙের মাখামাখি
পলকবিহীন আমার দুটি আঁখি
উড়তে উড়তে থমকে গেল পাখি।


কুলুঙ্গিতে রেখে দিলাম তুলে
দেরি হলেই কত কী যাই ভুলে
যখন তখন দেখবো উঁকি মেরে
দেখতে পেলেই আসবে তখন তেড়ে
ঘরের ভিতর এমন দুষ্টু কে রে!


যেমন এল তেমনি গেল সরে
কেমন করে রাখব ওকে ধরে
এখন কী ওর হাতের বিরাম আছে
দাঁড়াল না একটুও তাই কাছে
জাপটে ধরি আমিই ওকে পাছে।


সন্দেহটা আগেভাগেই জাগে
মনের কথা বোঝে সবার আগে
তাই সরে যায় নিকট থেকে দূরে
যেতে যেতে দেখবে দুবার ঘুরে
ও রয়েছে আমার হৃদয়জুড়ে।


© অজিত কুমার কর