অতলান্ত জ্ঞানার্ণব
অজিত কুমার কর


পুস্তক অপরিহার্য পাঠ করে করি জ্ঞানার্জন
দুর্বোধ্য যেসব তথ্য পরিত্রাতা আদর্শ শিক্ষক
যত্ন সহকারে তিনি বোঝান না-বুঝি যতক্ষণ
পরম সৌভাগ্য এ যে আমার এ জীবন সার্থক।


সখ্যতা বইয়ের সাথে সাজানো রয়েছে সারি সারি
কী নেই সেখানে আছে বিবেকানন্দ রচনাবলি
রবীন্দ্রনাথ-সুকান্ত পড়ি রোজ যতটুকু পারি
রচিত কবিতা দিয়ে সারদার চরণে অঞ্জলি।


ডিজিটাল যুগ এটা যখন যা প্রয়োজন হয়
অন্তর্জালে করি খোঁজ পলকেই ফুটে ওঠে স্ক্রিনে
যেগুলো প্রয়োজনীয় ছেপে রাখা কষ্টসাধ্য নয়
সাফল্য মেলে না কভু নিষ্ঠাভরে বিদ্যার্জন বিনে।


অতলান্ত জ্ঞানার্ণব করায়ত্ব করা অসম্ভব
এ জীবনে কুড়িয়েছি কটা মাত্র ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি
অদেখা অজানা র'বে অপরূপ অতুল বৈভব
প্রকৃতির বুকে করে যাব আজীবন ঘোরাঘুরি।


পাহাড়ের খাঁজে জমা প্রাগৈতিহাসিক কত কথা
ঝরে পড়া পত্রে মেলে তাঁর সচিত্র আত্মজীবনী
বোঝার ক্ষমতা আছে যার সেই বোঝে সে বারতা
কেউ কেউ পেয়ে যায় ওখানেই সুধা সঞ্জীবনী।


© অজিত কুমার কর