অষ্টপ্রহর সজাগ যারা সীমান্তে দাঁড়িয়ে
জীবন-মৃত্যু যেন ভৃত্য ঈশ্বরই সহায়
ওদের জন্য কেউ কী ভাবে হায়!


তুষারঢাকা উপত্যকা ঝড়ঝঞ্ঝা নিত্যসাথি
কখন কী হয় কেউ জানে না অমন নিরালায়
সুরক্ষিত রাখাই ওদের দায়।


শত্রু যখন ঝাঁপিয়ে পড়ে লক্ষ্য চারিদিকে
বুলেট যুদ্ধে হার মানিয়ে পরম তৃপ্তি পায়
সংগ্রামেই মাস বছর কেটে যায়।


দুঃসাহসী বীর সেনানী গর্বিত দেশবাসী
সুখ-শান্তি জোয়ারভাটা এসেই ফিরে যায়
ব্যস্ত থাকে দেশের সুরক্ষায়।