অটুট বন্ধন
অজিত কুমার কর


সুখের জীবন সকলেই চায়
ক'জন সেটুক পায়,
মানিয়ে চলার মন থাকা চাই
অভাবেই ভেঙে যায়।


শুধু তিনবার তালাক বললে
সঙ্গে সঙ্গে শেষ!
সত্যি আজব নারী আর নর
আজব আমার দেশ।


প্রচন্ড রাগ উগ্রমূর্তি
সর্বনাশের মূল,
বুকের ভিতর যখনতখন
ফোটায় তীক্ষ্ণ হুল।


দোষ দু'জনার একার তো নয়
মধুর মিলন চাই,
পথের হদিস প্রেম আর প্রীতি
বৃন্দাবনের রাই।


সতীর কষ্টে কষ্ট শিবের
সংসার টিকে থাক,
বিচ্ছেদ নয় সহাবস্থান
'কাছে আয়' বলে ডাক।


© অজিত কুমার কর