বানভাসি, কে দোষী
অজিত কুমার কর


হাহাকার ঘরে ঘরে গ্রামাঞ্চলে ও শহরে
বন্যার করাল গ্রাস,
সবে শুরু বর্ষাকাল জারি সতর্কতা লাল
অদৃষ্টের পরিহাস।


খাদ্য নেই জল নেই অনাহারে অনেকেই
লক্ষ লক্ষ গৃহবন্দী,
শিশুর করুণ দশা দেখে শুধু তারা-খসা
ওড়ে আঁটা যত ফন্দি।


যাদের মাটির বাড়ি ধসে গেছে তাড়াতাড়ি
ত্রাণশিবিরে আশ্রয়,
চারিদিকে শুধু জল অস্থায়ী আশ্রয়স্থল
শেষ যেটুকু সঞ্চয়।


প্রকৃতি সদয় হলে জমা জল যাবে চলে
দুরবস্থা জনতার,
আবার নতুন বাসা ধন্য কুহকিনী আশা
যেন পাখি যাযাবর।


প্রকৃতির রুদ্ররোষ মানুষের আছে দোষ
মাত্রাছাড়া উষ্ণায়ণ,
বনভূমি করে দাহ গলে জল হিমবাহ
সংকটময় জীবন।


© অজিত কুমার কর