বাউল করে দাও হে সাঁই
অজিত কুমার কর


আমায় কেন আটকে রাখো
খাঁচার আগল দাও খুলে,
আর কতকাল এমন করে
বদ্ধ ঘরে রই ঝুলে।


ফোকর দিয়ে সব দেখা যায়
পক্ষী ওড়ে আকাশে,
ওদের ডানায় রৌদ্র  লাগে
সঙ্গিনীরা রয় পাশে।


হাতে আমার একতারা দাও
বাউল করে দাও হে সাঁই,
লালন-গীতি গাইবো আমি
মুক্তি, আমি মুক্তি চাই।


তুমিই আমার জন্মদাতা
দয়াল তুমি পথ দেখাও
চোখের ঠুলি দাওনা খুলে
পৃথিবীকে দেখতে দাও।


দিবারাত্র ডেকেই চলি
জাগরণে স্বপনে,
তখন দেখি বাজাও বাঁশি
বৃন্দাবনে বিজনে।


© অজিত কুমার কর