বসন্ত এসেছে বঙ্গে, পলাশ শিমুল
প্রস্ফুটিত শাখে শাখে, পাখির কূজন;
সিরিয়া উল্লাসে মত্ত ভারাক্রান্ত মন
অসময়ে ভূপাতিত কত শত ফুল।
শিশুরক্তে হোলিখেলা, বাড়ে বক্ষশূল
ভূলুণ্ঠিত মনুষ্যত্ব, হিংস্র আস্ফালন
বিশ্ববাসী কেন আজি নীরব এমন
এ দোল বিষাদমাখা, পরান ব্যাকুল।


ধ্বংস হবে জীবকুল অশনি নির্ঘোষ
সমগ্র পৃথিবীজুড়ে এ কী বিভীষিকা
নির্মল পবিত্র শিশু, জল্লাদ-আক্রোশ
শান্তি কী অধরা রবে সে কি মরীচিকা!
চেয়েছিল রামকৃষ্ণ-জিশু-মহম্মদ
ধরা হতে হিংসা হোক চিরতরে রদ।