বাঘের খাঁচা
অজিত কুমার কর


জানতে চেয়েছ আমরা কেমন আছি
কেউ আছি বেঁচে কেউবা হারিয়ে গেছে
কীভাবে মরেছে? ওরা লোপাট করেছে
বাঘের খাঁচায় বলোনা কী করে বাঁচি?


নীরব সাক্ষী বানতলা কামদুনি
রক্তে রেঙেছে দিনে সেতু, সাঁইবাড়ি
নরম শরীরে শেয়ালের কাড়াকাড়ি
এখনো আঁধারে তাঁরা যারা ছিল খুনি।


ধোপদুরস্ত কত হিটলার ঘোরে
বাতাসেই ভাসে কত ক্রন্দনধ্বনি
এই চরাচরে দশা নারীর এমনি
সহজ শিকার ক্ষমতা ও গা'র জোরে।


লোলুপ দৃষ্টি পথেঘাটে চারিদিকে
শঙ্কা দিনেও আঁধারে বিপদ ভারী
দূরে সরে যাবে রইলেও পথচারী
কী করে ভাবলে নারীরা রইবে টিকে!


© অজিত কুমার কর