শ্রাবণ বাইশ আজকে তুমি জল ঝরালে কতো
তোমারও আজ দুঃখ ভারী দেখছি আমার মতো।
কান্না সারা বাংলা জুড়ে, শান্তিনিকেতনে
মর্ত্য হতে রবির বিদায় স্বর্গীয় নন্দনে।


তুমিই ছিলে কবির প্রিয় কবিতা আর গানে
টাপুর-টুপুর নূপুর ধ্বনি পৌঁছে দিতে কানে।
তুমি এলেই কদম ফোটে চাঁপাও বলে ফুটি
কচিকাঁচার দারুণ মজা হর্ষে লুটোপুটি।


চিরকালের একাত্মতা শ্রাবণ তোমার সনে
খাতার পাতা উঠত ভরে দৃষ্টি বাতায়নে।
কত কী যে উঠত ফুটে কবির লেখনীতে
দিবারাত্র ব্যস্ত সদা উজাড় করে দিতে।


ক’রবো আজি কবি-স্মরণ নয়ন ভরা জলে
মাধবী জুঁই বেলের মালা পরাবো তাঁর গলে।
জন্মদিনে যে আনন্দে মাতি মহোৎসবে
আজকে কেবল স্মৃতিচারণ প্রণতি নীরবে।