বাজে শিঞ্জিনী


শিঞ্জিনী কার চলছে বেজে
ঝুমুর ঝুমুর
আলতাপরা পায়ে
তবু কেন পাই না দেখা
তাকাই আমি
আগেপিছে ডাইনে বাঁয়ে।

শরৎআকাশ মেঘে ঢাকা
বলে না কেউ এদিক তাকা
যাচ্ছি ভেসে আলোর স্রোতে
আলতো ছোঁয়া লাগছে গায়ে।
শিঞ্জিনী কার চলছে বেজে
ঝুমুর ঝুমুর
আলতাপরা পায়ে।


গুব গুব গুব ডাহুক ডাকে
পদ্মদিঘির বুকে
ডাহুকিও পিছনে তাঁর পদ্মপাতায়
খাসতালুকে সুখে।
কেন যে 'ও আড়ালে রয়
যায় না দেখা বুঝলো না তো
কী যে আমার ব্যথা
আসবে বলে রাখি আমি
এই আঙিনায় ফুল বিছায়ে।
শিঞ্জিনী কার চলছে বেজে
ঝুমুর ঝুমুর
আলতাপরা পায়ে।


#অজিত কুমার কর