.                 বলোনা মা কী দোষ ত্রুটি


কান্ড দেখে সবাই অবাক হাঁসের মেধার এমন ধার!
জল মেশানো দুধ থেকে সে খুঁজে নিল সারাৎসার।
                 দুধটুকু খায় জল না খেয়ে
                  আমরা সবাই রইনু চেয়ে
তোমার কৃপা হাঁস পেয়েছে ওই ক্ষমতা নেই আমার।


হাঁটা তোমার পছন্দ নয় বাহির হলেই চাই বাহন
  তাই কি এত যত্ন আদর ভেবে ভেবে ক্লান্ত মন।
                  বছর বছর পূজি তোমায়
                  সবকিছু মা বিফলে যায়
বলোনা মা কোথায় ত্রুটি এটাই আমার নিবেদন।


                    @অজিত কুমার কর