**
আজি    দখিন পবন জানিয়ে গেল
          শীত গিয়েছে চলে
          ঘরের কোণে থেকো না আর
          বুলবুলি যায় বলে।
তাই     নবীন পাতা শাখে শাখে
          কোকিল ডাকে পাতার ফাঁকে
          ফুলকলিরা চিত্র আঁকে
          বসন্ত ঝলমলে।


ওই      কাজলা মেয়ে ডাক দিয়েছে
          নদীর ঘাটে যেতে
          কাটবে সময় নৌবিহারে
          জলকেলিতে মেতে।
তোরা   রাখিস না রে আমায় ঘিরে
          বিহঙ্গরা ফিরছে নীড়ে
          ডুবছে রবি ধীরে ধীরে
          রয়েছে কান পেতে।


তাই     বেরোই আমি অভিসারে
          কংসাবতীর চরে
          কাজলা মেয়ের জন্যে এ মন
          কেমন কেমন করে।
ওরে     দিসনে বাধা পিছু ডেকে
          পথ চেয়ে সে কখন থেকে
          গোধূলি রং আবির মেখে
          কলশে জল ভ’রে।


জানি    হৃদয়হরণ দিঘল নয়ন,
          ওর আননের হাসি
          বনহরিণীর বেণীবদ্ধ
          কাজল কেশের রাশি ।
ওরে     সিঁধ কেটে ও’ ক’রল চুরি
          সব হারিয়ে তাইতো ঘুরি
          আমার চোখে ওই তো হুরি
          প্রেমসাগরে ভাসি।
**