বনফুল


সকলেই খোঁজে গোলাপ রজনি
আমি খুঁজি ঘেঁটুফুল
ওর দিকে কারো পড়ে না নজর
করি না আমি ও' ভুল।
ওকে পেলে আর চাই না কিছুই
বিস্ময়ে দেখে কামিনী ও জুঁই
গুঁজে দেই কিছু প্রিয়ার খোঁপাতে
ঝুঁটি নাড়ে বুলবুল।


পথের দুপাশে ফুটে আছে কত
ডানা মেলে যেন বক
শ্রাবণের ভিজে বাতাসে সুবাস
চেয়ে রই অপলক।
ঝিরিঝিরি বারি বনপথ ফাঁকা
চলেছি দুজনে নিঝুম এলাকা
সিক্ত বসন পুলকিত মন
প্লাবনে ভাসবে কূল।


@ অজিত কুমার কর