মানে না মন কোনও বাঁধন


কোনও বাঁধন মানে না মন উড়ে বেড়ায় দেশ-বিদেশে
মগজে সে বার্তা পাঠায় এক পলকে নির্নিমেষে।
কোথাও কাঁটাতারের বেড়া কোথাও খরস্রোতা নদী
পেরিয়ে গেছে অবলীলায় থামে না মন আজ অবধি।


বাঁধনবিহীন বাঁধন


বাঁধনবিহীন বাঁধনগুলো ছিন্ন করা সহজ নয়
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে সোহাগমাখা আস্তরন।
শিরায় শিরায় চঞ্চলতা নদীর মতো ছন্দময়
সে-বাঁধন যে প্রেমের বাঁধন খবর রাখে কেবল মন।


@অজিত কুমার কর