মিঠি মিঠি কত শব্দ বঙ্গকোষে আছে
সহজেই দেয় ধরা ডাক দিলে কাছে।
এমন মায়ের কোলে পেয়েছি যে ঠাঁই
গান গেয়ে কথা বলে বড় সুখ পাই।
মাঠঘাট নদনদী দিঘিভরা জল
শরতে শেফালি-কাশ-বেল-শতদল।
রবিকবি মাইকেল কাজি নজরুল
রেখে গেছে অবদান সম্ভার অতুল।


আঁখি মেলে দেখি চেয়ে জননীর মুখ
বরাভয় পাই সদা কেটে যায় দুঃখ।
যতনে লালন করি অবহেলে নয়
সারা পৃথিবীতে দেখি বাঙালির জয়।
ভবতারিণীর কৃপা ঝরে শিরোপরে
মাতৃক্রোড়ে তনুমন শুচিতায় ভরে।