বাংলা বাঁচান
অজিত কুমার কর


কল্পলোকের স্বপ্ন দেখায় বাংলা বর্ণমালা
আমার ভুবন বিশাল তখন রঙিন ফুলের ডালা।
এদিক তাকাই ওদিক তাকাই বিমল হাসির রাশি
স্বপ্ন কুড়াই হৃদয় ভরাই খুশির ভেলায় ভাসি।


ডাকছে আমায়! কান পেতে রই ডাকবে আমায় কেবা?
কষ্ট লাঘব করার জন্য হয়তো চাইছে সেবা।
এ তো জব্বার, সালাম রফিক ডাক দিল ইংগিতে
এগিয়ে গেলাম রিক্ত হস্তে একটু স্পর্শ দিতে।


ওদের পাশেই কাটাই সময় অসহ্য যন্ত্রণা
কী কর্তব্য এখন আমার, চক্ষে অশ্রুকণা।
ভাষার জন্য এরাই শহিদ রইবে সবার মনে
বাংলা ভাষার চর্চা চলুক প্রত্যহ নির্জনে।


শিমুল পলাশ জারুল অশোক ফাগুন এলেই ফোটে
শহিদ মঞ্চে প্রদীপ জ্বালতে রাত্রে মানুষ জোটে।
ভাষাও বাঁচুক নিজেও বাঁচুন বন্ধ করুন খেলা
প্রাণ বলিদান তবে সার্থক সেদিন দুপুরবেলা।


বিলুপ্ত আজ ভাষার সোপান পৃথিবীর বুক থেকে
পুনরুদ্ধার অলীক স্বপ্ন কিছুই যায়নি রেখে।
সতর্কতা অবলম্বন করতে হবেই দেশে
পারি আমরাই রক্ষা করতে সহজেই অক্লেশে।


© অজিত কুমার কর