বাংলা বর্ণ শিরা-ধমনিতে
অজিত কুমার কর


আমার উত্তরণের সোপান বাংলা বর্ণমালা
খাড়াই তো নয় ভালোই আনত তরতর করে উঠি
এ সিঁড়ির শেষ জানি না কোথায় মাঝে মাঝে বিশ্রাম
প্রবল ইচ্ছা সুবাস ছড়াতে ফুলের মতোই ফুটি।


অরুণকিরণ সরায় তমসা শক্তি জোগায় প্রাণে
সহিষ্ণুতার পাঠ দিয়ে দেয় যত তৃণ গাছপালা
আর দিয়ে দেয় বাঁচার রসদ, প্রাণবায়ু অফুরান
আমার জন্য সতত দরাজ বোলপুর-পাঠশালা।


বিদ্যাসাগর-রবীন্দ্রনাথ-কাজি নজরুল পাশে
আটকে গেলেই ওদের শুধাই উত্তর হাসিমুখে
কত অমায়িক ওরা সকলেই অনায়াস বিচরণ
তৃষিত হৃদয় তৃষ্ণা মেটায় বাংলার এ মুলুকে।


কার কৃপাবলে পেয়েছি জন্ম বাংলা মায়ের কোলে
কৃতজ্ঞতার ভাষা জানা নেই জোগাও এ মুখে ভাষা
শিখেছি যেটুকু তা খুব স্বল্প শিক্ষার নেই শেষ
যতদিন বাঁচি করি আহরণ কাটবেই এ-কুয়াশা।


বাংলা বর্ণ শিরা-ধমনিতে জন্মলগ্ন থেকে
মা বলে শিশুরা সবার প্রথম শুনে চকচক আঁখি
জননী যেমন পরম পূজ্য ভাষা-মৃত্তিকা মাতা -
তেমনি পূজ্য, তাই ত্রয়ীকেই মাথার ওপরে রাখি।


© অজিত কুমার কর