বাংলা ভাষা আমার ভাষা
অজিত কুমার কর


মাতৃভাষাই আমার ভাষা ওতেই বলি কথা
বাংলা ভাষার মান বাঁচাতে সতত ব্যস্ততা।
কত মায়ের ফ্যাকাশে মুখ ব্যথায় ভরা বুক
আমি জানি কেন এমন কেউ তা না জানুক।


সন্ধেবেলায় মায়ের হাতে কাঁপে প্রদীপশিখা
দীর্ঘশ্বাস পড়ে তখন বিষাদে বল্লিকা।
বলবে না তাঁর খোকন এসে, 'জলদি খেতে দাও
কী এনেছি দেখো দেখো বল আর কী চাও'


দাদা এলেই গান শোনাত পড়তো কোরান-গীতা
চুপটি করে শুনত মা সব, গরদ পরিহিতা।
এখন আমি পড়ে শোনাই  চক্ষে ঝরে জল
কেমন করে অশ্রু লুকোই সামলাতে বিফল।


হাতেখড়ি বাংলাভাষায়, মা আমার হাত ধ'রে
এই ভাষাতেই আওয়াজ শুনি মর্মরে মর্মরে।
অ-আ-ক-খ দিয়েই প্রথম বর্ণ পরিচয়
সহজপাঠ ও কথামালা-র পরেই বোধোদয়।


সঞ্চিতা আর সঞ্চয়িতা সব সময়ের সাথি
বিভেদ ভোলায় গান-কবিতা, ভুলুক মানবজাতি।
ভাষার জন্য সেদিন যাদের জীবন বলিদান
গীতবিতান থেকে তাঁদের শোনাই রোজই গান।


এমন মিষ্টি মধুর ভাষা অমিল পৃথিবীতে
বাংলা ভাষা যা দিয়েছে পারে না কেউ দিতে।
জন্মদাত্রী মায়ের মতই ভাষাও মা আমার
আমৃত্যু তা করব লালন এটাই অঙ্গীকার।


© অজিত কুমার কর