চতুর্দিকে খুশির ধারা
স্বর্গ যেন নেমে
তাইতো আজি বাইরে সবাই
ঘরে কি রয় থেমে।


জন্মেছিলেন বেথলেহেমে
তিনি শীতের রাতে
আকাশভরা তারার আলো
উজ্জ্বলতা তাতে।


আস্তাবলের একটি কোণে
মায়ের কোলে জিশু
কাঁদছে না সে হাসছে শুধু
বড়ই আজব শিশু।


এসেছিলেন ধরার বুকে
দিতে প্রেমের বাণী
সর্বজনে আপন ক’রো
তা তো সবাই জানি।


সহিষ্ণুতার আধার তিনি
অসীম সাহস বুকে
পরের তরে আমরা সবাই
রইবো তবেই সুখে।


বিরাজ করুক শান্তি ধরায়
চেয়েছিলেন তিনি
অমূল্য এই জীবন নিয়ে
নয়কো ছিনিমিনি।