দুইটা মোরগ ঝগড়া করে
একটা সাদা একটা কালো
দিনদুপুরে পথের ওপর
পড়ছে যখন রবির আলো।


সাদা বলে, ‘সাহস তো খুব
বেরোবি না রইবি ঘরে
আমি হলাম সবার সেরা
লোকে কতই আদর করে।’


কালো বলে, ‘নেইকো শরম,
রং নিয়ে তুই করিস বড়াই
আমরা দুজন একই পাখি
আমার সাথে চাস কি লড়াই।’


তুমুল যুদ্ধ দুইজনাতে
গায়ের পালক পড়ছে খসে
থামছে না কেউ হিংস্র ভীষণ
ক’রছে লড়াই কোমর কষে।


লড়াই যখন থামল শেষে
মোরগ বলে যায় না চেনা
মান ও ইজ্জত দুইই গেল
বাজারে যা যায় না কেনা।