বর্ণমালার ভেলা
অজিত কুমার কর


আমার বর্ণমালার আখর বাংলার অআকখ
দিয়েছে আমায় জীবনীশক্তি ভালোবাসা প্রাণভরা
রক্তধারায় কণিকার সাথে মিলেমিশে একাকার
আজন্মকাল ছুটেই চলেছি, আমি ডাকহরকরা।


চাঁপা বা গোলাপ শেফালির মতো সুবাস ছড়ায় প্রাণে
আখরের গায়ে মিশিয়ে তা আমি শব্দের মালা গাঁথি
মশগুল থাকি সৃষ্টির মাঝে কল্পনাজাল বুনি
রবীন্দ্রনাথ কাজি নজরুল এ দীনের চিরসাথি।


রাত্রিতে লেখা কবিতার গায়ে জমে শিশিরের ফোঁটা
ঝিকমিক করে অক্ষরগুলো সকালের রোদ্দুরে
ময়ূরী এ মন নাচে কথাকলি ঘুঙুরের রুমঝুম
কোয়েল-কোয়েলা দুজনায় মিলে সঙ্গত সুরে সুরে।


বিধাতা চেয়েছে তাই জন্মেছি এই বাংলার বুকে
ভরিয়ে দিয়েছে জীবন আমার পাখপাখালির গান
রংবেরঙের কত প্রজাপতি অলি আর মৌমাছি
প্রেরণা জোগায় নিয়ত আমারে অনন্য অবদান।


গ্রীষ্ম বর্ষা শেষে বসন্ত ছ'ঋতুর আনাগোনা
মনকে রাঙায় নিজেরাও রাঙে ওরা হাসে আমি হাসি
ওরাই ভোলায় দুঃখ বেদনা রঙিন স্বপ্ন দেখি
বাংলা বর্ণমালার ভেলায় আকাশে সাগরে ভাসি।


© অজিত কুমার কর