বসন্ত আর বসন্ত নয়
অজিত কুমার কর


স্রোতস্বিনী ধায় সাগরে
দূরেই থাকে উৎসস্থল,
জন্মস্থানে ফিরে যেতে
হবে না সে আর সফল।


মুহূর্তও হচ্ছে অতীত
ঘড়ির কাঁটা ক্লান্তিহীন,
সময় বড় অমূল্য ধন
কর্মযজ্ঞে কাটাও দিন।


মনে মনে চাইছি কত
আয়-না ফিরে সে শৈশব
উঠবো গাছে কাটবে সাঁতার
ফ্যাকাশে আজ লাগছে সব।


মাঠ আমারে হাতছানি দেয়
বলটা নিয়ে আয় ছুটে,
যে ক'টা দিন আছিস বেঁচে
বাঁচার রসদ নে লুটে।


বসন্ত আর বসন্ত নয়
সকল ঋতুই আজ সমান
পলাশ শিমুল রাঙায় না মন
সবই যেন বড়ই ম্লান।


© অজিত কুমার কর