বসন্তে বিলাপ
অজিত কুমার কর


ফাগুন এলেই পরান হুহু নিঃসঙ্গতায় বিবশ মন
পথের পাশে জ্বলছে আগুন একটু সোহাগ চাই এখন।
অবিশ্রান্ত ডাকছে কোকিল আমার মতোই নিঃসঙ্গ
এভাবেই কী কাটবে ফাগুন মরীচিকাময় ভুবন।


একা থাকার কী যে জ্বালা পলে পলে পাচ্ছি টের
সত্যি আমার পোড়া কপাল দোষ দেখি না বসন্তের।
কৈলাসে মা ফিরে যেতেই ঝরে গেছে পদ্ম-কাশ
ভুলে গেলে একেবারেই এ পরিহাস অদৃষ্টের!


ভেবে ভেবে চিত্ত বিকল বিষণ্ণতা করছে গ্রাস
পাতায় পাতায় আলোর নাচন কেউ করে না অবিশ্বাস।
শাখায় শাখায় পাখির কূজন রক্তরাঙা পলাশ বন
ওদের কেবল রূপের বাহার রজনি দেয় মধুর বাস।


ধন্য আশা কুহকিনী বুকের ভিতর আর্তনাদ
চাঁদের দিকে হাত বাড়িনোই গর্হিত এক অপরাধ।
কখন উল্কা খসে পড়ে জাগরণে কাটাই রাত
জানি না হায় জীবদ্দশায় মিটবে কিনা আমার সাধ।


© অজিত কুমার কর