.                 বসন্তের অবদান
                অজিত কুমার কর


চারিদিকে যত খুশি গান ঋতুরাজ বসন্তের দান।
              ভরে তিল তিল ক'রে
              ভালোবেসে সমাদরে
নতুনের প্রতি কত টান শোভাময় হৃদয়বিতান।


বিদায় নেবার আগে ও' তো আগামীকে দিয়ে যায় সব
    বর্ণময় হয়ে ওঠে তাই ফুটে ওঠে ঐশ্বর্য বৈভব।
                    সুশোভিত প্রতিভাস
                     অপরূপ চারিপাশ
   পুরোনো বসন ত্যাগ করে বিটপীর নবকলেবর
  দু'মাসে ঐশ্বর্যে পরিপূর্ণ সুসজ্জিত বৈশাখের ঘর।


আশার দোলায় দোলে মন কতটুকু হবে তা পূরণ
                   প্রত্যাশা রয়েই যায়
                    দূর হবে অন্তরায়
    তপন যখন অস্তরাগে বর্ণময় ভুবন তখন।


সকলের আশেপাশে তিনি নিশিদিন করেন বিরাজ
নিষ্ঠাভরে করে যায় যারা প্রতিদিন যত কিছু কাজ।
                  তীক্ষ্ণ দৃষ্টি চতুর্দিকে
                  উপলব্ধি অনিমিখে
ঝরে যাক যত স্বেদ ক্লেদ বর্ষরম্ভে তপনের তাপে
বিচ্ছুরিত হোক হাসিরাশি সমাজের সর্বনিম্ন ধাপে।


@অজিত কুমার কর