*
    নৌকা তোমার ওই পারেতে কেমনে পারে যাই
                রৌদ্র ছায়ার লুকোচুরি
                 ওপার যেন স্বর্গপুরী
   মেঘের কোলে রোদ হেসেছে দর্শনে সুখ পাই
    ধানের ক্ষেতে দোলায় বেণি হেমাঙ্গিনি রাই।
             আমি   তাই ওপারে যাই।


    পারানি যে নেই কাছে ভাই রয়েই যাবে ঋণ
               অঙ্গে আমার নগণ্য বেশ
               ভারতবর্ষ আমারই দেশ
     আপন মনে ঘুরে বেড়াই বড়ই আমি দীন
     মা জননীর অশেষ কৃপা বাউল উদাসীন।
              আমার    রয়েই যাবে ঋণ।


    একতারাটি বেজেই চলে কে দেয় তারে সুর
              আমি কি তা বাজাই নাকি
              দুহাত দিয়ে আগলে রাখি
     বাতাসে সুর ভেসে বেড়ায় যায় তা বহুদূর
      একতারাটি রাস্তা চেনায়, পাহাড় সমুদ্দুর।
               আমি   শুনি যে তার সুর।


     পায়ের ঘুঙুর পায়েই থাকে নিশীথে বিশ্রাম
               রাতের আকাশ ফর্সা হলে
                 লক্ষ তারা নিভে জ্বলে
       তখনই হয় যাত্রা শুরু শস্যশ্যামল গ্রাম
    কেমন করে দিন কেটে যায় বেড়াই অবিরাম।
                 শুধু   নিশীথে বিশ্রাম।