ভক্তিগীতি
অজিত কুমার কর


কোন পথে যাই ধন্দ মনে
থমকে দাড়াই ক্ষণে ক্ষণে
কোথায় তুমি সাঁই,
দিশা যদি না তুমি দাও
পড়বো খাদে, বাঁচাও বাঁচাও
তোমায় ডাকি তাই।


হাতড়ে বেড়াই অন্ধকারে
কৃপা করো সাঁই আমারে
ধরো আমার হাত,
সবিনয়ে ডাকছি কতো
তুমিও কি লোকের মতো
বিচার করো জাত?


মানুষ করে পাঠিয়েছ
আলো বাতাস জল দিয়েছ
তাই রয়েছে প্রাণ,
তুমি ছাড়া নেইকো গতি
দয়াল তুমি জগৎপতি
তোমার অশেষ দান।


© অজিত কুমার কর