ভাদ্র- তোমাকে চাই


ভাদ্র তুমি ফিরলে গত রাতে
কেউ তোমাকে বলল ভালো
কেউবা বলল বাজে,
তাতে তোমার কী আসে যায় বলো
বৃষ্টি এলে নীলবসনা
মুখটি লুকায় লাজে।


কদম্ব-জুঁই-শিউলি ফোটে মেলা
হাসনুহানা-বেল-রজনির
গন্ধে মাতোয়ারা,
প্রজাপতি ভ্রমর আসে কত
ওদের সাথেই কাটাই আমি
সকাল বিকেল সারা।


কেমন করে ফুরিয়ে গেল বেলা
এমন রঙিন বর্ণালী মাস
ভুলি কেমন করে,
বিশ্বকর্মা তোমায় ভালোবাসে
বিদায়বেলা তাইতো হাজির
বঙ্গে ঘরে ঘরে।


তোমার ছবি এঁকে নিলাম পটে
উঠবে ভেসে অবলীলায়
আমার অলস ক্ষণে,
আশ্বিনেও তোমার পরশ থাকে
কেউ না জানুক জানি আমি
গাঁথা আমার মনে।


##অজিত কুমার কর