ভালোবাসি সবজির হাসি
অজিত কুমার কর


বাজারে গিয়েই দেখি সবজির হাসি
ফুলকপি, বাঁধাকপি, বিট ও গাজর
মন বলে, 'নাও সব তারপর ঘর'
দুটো ব্যাগ ভরে আমি বাড়ি ফিরে আসি।


কিনেছি মটরশুটি, শাক দুই আঁটি
মুলো-শিম-আলু সাথে ধনেপাতা ফাউ
বললাম আধখানা কেটে দাও লাউ
বলে, 'গোটা নিয়ে যান কেন কাটাকাটি'।


চিংড়ি ও কাটাপোনা কিনতেই হলো
তা না হলে মুখভার হবে গৃহিণীর
আমাকেই তাক করে ছুঁড়বেই তির
যা বলেছ এনেছি তো আবার কী বলো।


আদা ও পেঁয়াজ নেই, বিলাতি বেগুন
বলতেই ভুলে গেছি যা কাজের চাপ
কথায় বাড়বে কথা বাড়ে উত্তাপ
আবার বাজারে যাই মেজাজ আগুন।


হাসিটা বজায় রাখি দেখলে বিপদ
ঘুরপাক খেয়ে যাই দিনে কতবার
ভাবছি সবজি চাষ করব এবার
বাগিচা জোগাবে রোজ বাঁচার রসদ।


© অজিত কুমার কর