.         ভাঙবো পায়ের বেড়ি
           অজিত কুমার কর


ওঠো ওঠো জাগো দ্রুত কাজে লাগো
          হাতে যে সময় স্বল্প,
মা'র আহ্বান             উড়াব নিশান
            এ নয় স্বপ্ন কল্প।


সাজ রণসাজে        রণভেরি বাজে
         তুলে নাও হাতে অস্ত্র,
এসো সে নবীন      শোধ করো ঋণ
         হতে পারে রাঙা বস্ত্র।


কেন পাও ভয়         ধরা দেবে জয়
          যত ছক আছে গুপ্ত,
গুলিতে গুলিতে     ছোঁড়া অশনিতে
         কায়েমী শাসন লুপ্ত।


কঠিন লড়াই          তবু লড়ে যাই
         দিবানিশি থাকি ত্রস্ত,
সুদৃঢ় এ মন            ক'রব পালন
        যে আদেশ শিরে ন্যস্ত।


বাজাও তূর্য              হাসছে সূর্য
           দর্প হয়েছে খর্ব,
নয় পরাধীন          হয়েছি স্বাধীন
          জননীর কত গর্ব।


© অজিত কুমার কর