ভাঁটফুল


মনমাতানো সুগন্ধি ভাঁটফুল
সুবাস ছড়ায় যেমন জুঁই বকুল
তাই ভ্রমরের ভাঁটফুলে গুঞ্জন
মরমি যে মন
যেতে যেতে দাঁড়ায় কিছুক্ষণ।


সবার কাছে পায় না সমাদর
পথের পাশে জঙ্গলে যে  ঘর
ফুলদানিতে মেলে না ঠাঁই তাই
ফুলের দুঃখ নাই
'বনে জন্ম, বনেই থাকতে চাই।'

ভাঁটের কথা শুনছে কেবা আর
রোজ ঢুঁ-মারে মৌমাছি বারবার
তাতেই খুশি গর্বে ভরে বুক
করে না ভুলচুক
প্রজাপতি, জোগায় মনে সুখ।


নিম শিরীষের দলেই পড়ে ভাঁট
মা'র আদরে সর্বদা ফিটফাট
সংবেদনশীল চরম তৃপ্তি পান
ফুলের প্রতি টান
নগণ্য নয় প্রকৃতির এই দান।


© অজিত কুমার কর