যে জন সেদিন হারিয়ে গেল দোষ ছিল না তাঁর
জাতিদাঙ্গার শিকার হ’ল ফিরবে না সে আর।
পুড়ল কত ঝুপড়ি বাড়ি
একই সাথে পুড়ল গাড়ি
ক্রোধের আগুন ফেলল গিলে সবকিছু ছারখার।


উচ্চবর্ণ নিম্নবর্ণ এখনও জাতপাত
মানুষ হ’য়ে বোধের অভাব সামনে গিরিখাত।
রক্ষা করা সবার গরজ
ধ্বংস করা খুবই সহজ
কেন এমন অবুঝ মানুষ কার অভিসম্পাত!


স্মৃতিচারণ করছে করুক কীসের অসন্তোষ
শান্তিপুর্ণ সমাবেশে রয় না কোনও দোষ।
সহিষ্ণুতার অভাব চরম
অকারণে রক্ত গরম
কী ক্ষতি যে ক’রল দেশের বিষাক্ত নির্ঘোষ।


সমঝে চলার দায় তো সবার দেশেরই মঙ্গল
আমজনতা রোষের শিকার মৌনতা সম্বল।
পেশির জোরে করছে বড়াই
থামবে কবে এমন লড়াই
প্রতিবাদীর কণ্ঠ তো রোধ জোগায় না কেঊ বল।


তাইতো এত বাড়বাড়ন্ত দম্ভ আস্ফালন
মানতে হবে ওরা যা চায়, সম্মুখে শমন।
ব্যক্তিস্বাধীনতায় আঘাত
মরছে ভয়ে মনুষ্যজাত
ভূলুণ্ঠিত গর্ব দেশের যা অমূল্য ধন।