*             ভারত মাতার শৌর্যতোরণ
                     অজিত কুমার কর


        আমার প্রিয় জন্মভূমি এদেশ ভারতবর্ষ
         গবেষণায় উদ্ভাবনে অপূর্ব উৎকর্ষ।
সত্যেন বোস সাহা মেঘনাদ    প্রফুল্ল রায় জ্ঞানী অগাধ
        অবিশ্রান্ত কর্মে রত এষণাগার বাড়ি।
রাজাবাজার সায়েন্স কলেজ  দেখিয়েছে কত তাঁর তেজ
        বোসন কণা, পারদ যৌগ বিশ্বনজর কাড়ি।
        ভারত জুড়ে সবার মনে জাগে বিপুল হর্ষ
          অগ্রগতির ভাবনা মনে নিয়ত সংঘর্ষ।


        ভারতমাতার পায়ে বেড়ি মুক্তি সবার আগে
          স্বাধীনতার জন্য সদা সংগ্রামীরা জাগে।
সুভাষ বোসের উদাত্ত ডাক    নিষ্ঠাতে তাঁর ছিল না ফাঁক
        সহজ পথে মিলবে নাকো দেশের স্বাধীনতা।
লড়াই করে আনবো জিনে          হয় না কভু রক্ত বিনে
        নারীশক্তি সঙ্গে ছিল লক্ষ্মী প্রীতিলতা।
         ঝান্ডা হাতে মাতঙ্গিনী ছিল অগ্রভাগে
      বৃটিশ সেনা ছুঁড়ল গুলি বক্ষে এসে লাগে।


     আর কত প্রাণ কাড়বে বৃটিশ ক’রবে রাঙা মাটি!
       পিছোবে না ভারতবাসী গুঁড়াবে ঠিক ঘাঁটি।
সুশীল ধাড়া সতীশচন্দ্র             দিল হুঙ্কার মেঘমন্দ্র
     মেদিনীপুরে তুলল ধ্বজা ভয় পেয়েছ তাকে।
মুখর হ’ল আকাশ বাতাস       যুবশক্তি নয় ক্রীতদাস  
     বঙ্গভূমির সরস মাটি সদাই শ্যামল থাকে।
বীর ক্ষুদিরাম অজয় বীরেন আগলে রাখে গা-টি।
   হার মেনেছ এদের কাছে দেশপ্রেম যে খাঁটি।


       লড়াকু সব সন্তানেরা ফোটাবে মা’র হাসি
    যায়নি ভুলে ভুলবে না কেউ ক্ষুদিরামের ফাঁসি।
বাঘা যতীন বুড়িবালাম    অমর আজও শহিদের নাম
      দুঃসাহসের এমন নজির অমিল সারা বিশ্বে।
অগ্নিশিখা কনকলতা              এক গুলিতে নীরবতা
   আত্মত্যাগের তুলনা নেই চায়নি ওরা হিসসে।
       খ্যাতকীর্তি বিপ্লবীরা অমর অবিনাশী
  পাচ্ছে শোভা এক সারিতে সবার পাশাপাশি।


        বিনয় বাদল দীনেশ যেন দীপ্ত দিনমণি
    ভারতমাতার দামাল ছেলে তোলে বজ্র-ধ্বনি।
দিনদুপুরে গুড়ুম গুড়ুম     শাসককুলের উড়ালো ঘুম
     সিম্পসন তো যমদুয়ারে পেল চরম সাজা।
সূর্য গণেশ বিধুভূষণ            অনন্ত সিং তৈরি তখন
    হাতে মজুত সকল অস্ত্র ভাঙতে লাগে যা যা।
         করায়ত্ব আগ্নেয়াস্ত্র পৌঁছাবে এখনি
    আন্দোলনে আসবে গতি পল অনুপল গনি।


      গর্বে আমার হৃদয় ভরে আমি ভারতবাসী
     গঙ্গা পদ্মা মেঘনা আছে, আছে প্রয়াগ কাশী।
বিপ্লবীদের গুপ্ত আশা       এ’দেশ  হবে সবচে’ খাসা
     ঐকতানে সরোদ বীণা সেতার জলতরঙ্গ।
গড়তে হবে সমাজতন্ত্র          চিত্তে জাগুক এমন মন্ত্র
      যায়নি রোখা সেদিন কিন্তু হ’লো বঙ্গ ভঙ্গ।
          বৈষম্য হটাতে হবে হিংসা সর্বনাশী
    এই মাটিতে জন্ম সবার কামার কুমোর চাষি।
*******************************


© অজিত কুমার কর