রক্তিম রবি অম্বরে তবুও বেদন ভারী
মাতৃভাষা দিবস আজ একুশে ফেব্রুয়ারি।
বাহান্নর এমনি দিনে ভিজেছিল মা'র বুক
রফিক-সালাম-জব্বার বরকত হলো মূক।
রক্তে লাল মা'র আঁচল জিৎ হল বাংলার
বাংলা ভাষায় পড়ি লিখি এই দায় সবাকার।
অগ্রণী ওপার বাংলা এপার পিছিয়ে নেই
একষট্টির সংগ্রামে প্রাণ দিল অনেকেই।
দশটি ভাই বোন কমলা পায়নি সেদিন ভয়
মায়ের অশ্রু মুছে দেবে তাই ওরা দুর্জয়।
ঢাকা-শিলচর একাকার স্বীকৃতি অবশেষে
স্মরণীয় অমর শহিদ প্রণম্য দুই দেশে।