কারা দেয় রে দ্বারে কাঁটা
সাফাই করতে আন রে ঝাঁটা
       কোথায় গেলি চিত্রগুপ্ত
                জলদি নিয়ে আয়,
বল আমাকে কী নাম তার
দুঃসাহস হলো বা কার
      চিত্রগুপ্ত কাঁপছে ভয়ে
               পরান বুঝি যায়।


খবর নিয়ে জানতে পারে
জ্বলছে দিয়া দীপাধারে
      ধূপের ধোঁয়া লাগালে গায়ে
               প্রাণটা যাবে ঘুচে,
শুধু কী ধুপ, ফুল চন্দন
হাজার শঙ্খে ফুঁ দেয় এখন
      পা বাড়ালেই চরম বিপদ
             চক্ষে দেবে খুঁচে।


কড়ে আঙুল কী ছুঁচোলো
যাব না ভাই যে যাই বলো
      এসব কথা কেমনে বলে
              ধর্মরাজের কাছে,
চিত্রগুপ্তের বিপদ ভারী
কেন এমন সমন জারি
      বার্তা শুনলে যমরাজেরও
            চক্ষু উঠবে গাছে।


যত পার পাঠাবে দূত
যেন না রয় একটুও খুঁত
      ভয় দেখাবে বিকট হেসে
             পালাবে নিশ্চয়,
ঘটলো হিতের বিপরীত
গাইছে যে সব শিবের গীত
       বঙ্গনারীর শক্তি ভীষণ
                তারাই পেল জয়।