দুপুরবেলা ক্যাঁকর ক্যাঁকর
কে বাজাল বেহালা?
বেহালা নয়, কান কি কালা!
ভাঙল দুটো পেয়ালা।


শুনেই বাবুর হেঁচকি ওঠে
হৃদয় হ’লো বিদীর্ণ
উচ্চ রক্তচাপের রোগী
পুরোনো রোগ অজীর্ণ।


দোলায় বসে দুলছিল বেশ
যেই উঠেছে লাফিয়ে
ধাক্কা লেগে ফাটল কপাল
অমনি ওঠে কঁকিয়ে।


এ যে রক্তারক্তি কান্ড!
ঝামটা মারে গিন্নিমা
বিশল্যকরণী বেটে
লাগায় মেয়ে ঋদ্ধিমা।


দিনে দিনে বাড়বাড়ন্ত
কেন এমন দুর্মতি!
ভেঙে কিছু দেখবো এবার
নিত্যনতুন  ভীমরতি।