আনব আমরা ভোর


অপশাসনের বিলোপ না হলে
কীভাবে আসবে ভোর
শিকড় রয়েছে অনেক গভীরে
শাখামূল আছে ঢের
ঐক্যবদ্ধ হলেই মিলবে
মত্ত হাতির জোর
সংগ্রাম ছাড়া নড়বে না ভিত
দাম্ভিক শাসকের।
      ****


স্বাগত জানাবে ভোর


আমার আকাশে সূর্য ওঠে না
শুধু জোনাকির আলো
কোনো রং নেই কালিমায় ঢাকা
তুমি এসে দীপ জ্বালো
তোমার হাতের পরশ পেলেই
কুহেলিকা যাবে সরে
নিশা অবসানে স্বাগত জানাবে
ভোর এসে সমাদরে।


@ অজিত কুমার কর