ভয় পেয়েছে ভূত
অজিত কুমার কর


শ্যাওড়া গাছে ভূত
একা তো নয় সঙ্গে ওকে ও কি ভূতের পুত?
হয়তো হবে
না যদি হয় কোলের কাছে কেনই বা ও র'বে!
বিলের মতো ভয় পাই না ভূতকে আমি আর
ওরাই ভয়ে পালিয়ে গেছে এমন কতবার!
টিংটিঙে শরীর
দুষ্টুমিতে সকলে অস্থির
আমায় দেখে পালায় ছুটে তরাসে যমদূত।
ভাবছো আমি মিথ্যে বলি, মোটেও নেই খুঁত।


বন্ধ নাচানাচি ওদের জ্যোৎস্নাভরা রাত
ভয়েই কুপোকাত।
এক নিমেষ হাওয়া
বৃথাই আসা যাওয়া
গাছের পাতা উঠল নড়ে মাতাল সমীরণে
রয়েছি অঙ্গনে।


© অজিত কুমার কর