ভয়ানক বিপর্যয়
অজিত কুমার কর


সেদিন রাতে নামলো যখন
মুশলধারায় বৃষ্টি
আমরা তখন গভীর ঘুমে
অবরুদ্ধ দৃষ্টি।


ঘন ঘন বজ্রপতন
বিদ্যুতের শাসানি
বিকট শব্দে নিদ্রাভঙ্গ
বিচূর্ণ ফুলদানি।


সকালবেলা উঠে দেখি
মেঘেরা যায় উড়ে
নারিকেলের দুটো গাছই
বজ্রে গেছে পুড়ে।


সারাটা মাস ভীষণ গরম
ঠান্ডা পরিশেষে
শেষ শ্রাবণের বৃষ্টিধারা
এ কী সর্বনেশে!
-----------------