কোনটা ছায়া কোনটা কায়া যায় না আদৌ বোঝা
বারেবারে যাচাই করি ছবির উল্টো সোজা।
পরিশেষে বুঝতে পারি এটাই সোজা ছবি
আকাশ জুড়ে মেঘের মেলা উল্টোদিকে রবি।


দিঘি তো নয় আয়না যেন অপার স্নেহ বুকে
খুশির সুবাস ছড়িয়ে দিয়ে দেখছে হাসিমুখে।
আকাশ খুশি, মেঘও খুশি, খুশি পাড়ের তরু
দুঃখ শুধু খুঁটিগুলোর চেহারাই যে সরু।


আয়না দিয়ে সবাই দেখে আপন প্রতিকৃতি
এমন একটি কায়া-ছায়া চিরদিনের স্মৃতি।
একটু পরে দৃশ্য বদল সূর্য গেল ডুবে
প্রকৃতির এই অনন্য রূপ নিমেষে যায় উড়ে।


ফিরে পাবার আশায় যখন দুদিন পরে পাড়ে
আকাশে নেই একটুও মেঘ, কে ফেলে শ্বাস ঘাড়ে!
ফিরে দেখি, সুনন্দিতা এক্কেবারে পিছে
আসার জন্য যখন ডাকি বললে কেন মিছে?


#অজিত কুমার কর