ভূত বলল তোকেই খাবো
অজিত কুমার কর


সবেমাত্র সন্ধ্যা তখন ফিরছি আমি বাড়ি
সামনে শ্মশান উঠছে ধোঁয়া হাঁটছি তাড়াতাড়ি।
আকাশের রং মুছে গেছে সারা গায়েই কালি
সাহস পাবার জন্য আমি দিচ্ছি তো হাততালি।


এক নিমেষে সাহস উধাও কে আমার সম্মুখে!
রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে কম্প শুরু বুকে।
হাত ধরে ও নিয়ে গেল আমায় পুকুরঘাটে
ঝাঁপ দিল সে দিঘির বুকে বেশ তো সাঁতার কাটে!


হাড়-হিমকরা কাণ্ড এ কী কে তবে বামপাশে?
একটা থেকে দুটো হল সুগন্ধ বাতাসে!
এ তো চাঁপা ফুলের গন্ধ আসছে কোথা থেকে?
ঠিক তখনই ভয় বাড়িয়ে শেয়াল উঠলো ডেকে।


কোনও কথা বলছে না ভূত কিন্তু আছে ঘিরে
হঠাৎ গুড়ুম গুড়ুম শব্দ আকাশের বুক চিরে।
ডুবসাঁতারে ধরেছে মাছ বলল হাতে দিয়ে
জ্বলছে আগুন আন-না ভেজে চিতার কাছে গিয়ে।


আদেশ মতো যেই গিয়েছি মাছ লাফালো জলে
ভূতের সে কী হম্বিতম্বি পরিশ্রম বিফলে!
তাহলে তো তোকেই খাব লাগছে ভীষণ খিদে
প্রাণের ভয়ে দৌড় লাগালাম রাস্তা দিয়ে সিদে।


© অজিত কুমার কর