বিবর্তন
অজিত কুমার কর


জমিয়ে পড়েছে শীত আবৃত চাদরে
হিমানীর রূপরস পুলক জাগায়
পাহাড় সৌন্দর্যময় মন-ক্যামেরায়
এই ফাঁকে চল যাই পাহাড়ি শহরে।
শুনেই রক্তিম আভা প্রিয়ার অধরে
আমায় জড়িয়ে ধরে নিজ গরিমায়
বুঝেছি তখন আমি কী যে প্রিয়া চায়
মহমিলনের ধ্বনি অন্তরে অন্তরে।


সৃষ্টির পিছনে আছে নর আর নারী
নারী দেয় কোমলতা পুরুষ কঠিন
মিলেমিশে একাকার কত বিবর্তন।
অবলুপ্ত কত প্রাণী ফেরাতে কী পারি?
জীবন মরণশীল, সে আশাও ক্ষীণ
সে ও তো হারিয়ে যাবে, কে র'বে তখন?


© অজিত কুমার কর