**********************************************
                    প্রস্ফুটিত একগোছা ফুল
দিলে হাতে এইবেলা                  ভাঙল মিলনমেলা
             পেয়েছি অগাধ স্নেহ পূর্ণতা বিপুল
                    প্রস্ফুটিত একগোছা ফুল।


কেটে গেল কতদিন                স্মৃতি আজো অমলিন
            ভেসে ওঠে ক্যানভাসে জীবন্ত জঙ্গম
প্রথম যেদিন আসি                 অন্তরিন ছিল হাসি
             বছরের শেষ মাস প্রচণ্ড গরম।
মিনিট দশেক হেঁটে                 হাজির কলেজ গেটে
            ঠিকঠাক করে নিই অবিন্যস্ত চুল
সেদিন দেখিনি ভেবে               বিদায়ের দিনে দেবে
                 প্রস্ফুটিত একগোছা ফুল।


কণ্টকিত যাত্রাপথ                   ভগ্নপ্রায় মনোরথ
        ডিগ্রিতে মেলে না কাজ এদেশে এখন
ফলাফলে শীর্ষস্থান                  পুঞ্জীভূত অভিমান
           বেকারত্ব কুরে খায় বিধ্বস্ত তখন।
হও যদি দলদাস                    চাকুরিতে হবে পাশ
         স্বজনপোষণ নীতি পাবে নাকো কুল
দারিদ্র্য যেখানে খেলে             ধরাবে কে দীপ জ্বেলে
                  প্রস্ফুটিত একগোছা ফুল।


কলেজের পরিবেশ                 ছায়াসুনিবিড় বেশ
           সকলের সাথে হ’ল অচিরেই ভাব
যদিও অনেক দূর                  বিহঙ্গের মিঠে সুর
        আম্রকাননে ওদের নেইকো অভাব।
মতৈক্য হয়েছে যত               মতানৈক্য নয় তত
            অনভিষ্ট ঘটনায় হয়েছি ব্যাকুল
ওসব কাটেনি দাগ                সুবাসিত অনুরাগ
               প্রস্ফুটিত একগোছা ফুল।
***************************************