অজিত কুমার কর
##বিদায়বেলা##


বিদায় জানাতে পারিনি আমরা
                  তাইতো ব্যথিত মন
তোমাদের স্নেহ ভালোবাসা পেয়ে
                  সার্থক এ জীবন।
      ভালোভাবে থেকো যেখানেই যাও
      যখন যা চাও তাই যেন পাও
তোমাদের ছবি এঁকেছি হৃদয়ে
                  ঘর বড় নির্জন।


তোমাদের কথা খুব মনে পড়ে
                   কেটে গেল কটাদিন
সারা ঘর খাঁ-খাঁ বসে আছি একা
                   মুখটা বড় মলিন।
      তোমাদের কাছে কত কী শিখেছি
      মাহেশের রথে একসাথে গেছি
তোমরা আমার কতনা আপন
                   আজ আমি সাথিহীন।


                              ----স্নেহধন্য নাতি নাতনি।