বিদায়ঘন্টা
অজিত কুমার কর


বছর শেষের শেষ প্রহরে
চার্চে চার্চে হাজির সেজে,
দেখতে দেখতে বিদায় ঘন্টা
ঠিক বারোটায় উঠল বেজে।


থামে না সে এক মূহূর্ত
ঘুরেই চলে ঘড়ির কাঁট
আনন্দ-স্রোত যাচ্ছে বয়ে
দেখছি না তো কোথাও ভাটা।


পথের পাশে রঙিন আলো
রংবেরঙের পোশাক গা'য়ে,
রেস্তোরাঁতে খেয়েদেয়ে
হাঁটছি পথে পা'য়ে পা'য়ে।


রাত্রিটুকু শেষ হলে তো
ভেঙে যাবে মিলনমেলা,
দিনের আলোয় কল্পলোকে
মহাশূন্যে ভাসাই ভেলা।


নতুন বছর নতুন আশা
না যদি হয় ফলবতী,
প্রতীক্ষা ফের একটি বছর
খুব বেশি কি হবে ক্ষতি?


© অজিত কুমার কর