বিদায় নেবে বসন্ত


চলে যাবে বসন্ত চৈত্র ফুরোলে
কী হবে তখন
শাল্মলি কিংশুক প্রকৃতির কোলে
খেলবে না দোল
কালবৈশাখী ঝড়ে বাড়ে দুর্ভোগ
প্রমোদে বিভোল
দাও বাতায়ন খুলে কর উপভোগ
যা পার এখন।


অবগুণ্ঠন তোলো আবছা না-হলে
দেখ প্রকৃতিকে
রেখ না এখন ঢেকে শ্রীমুখ আঁচলে
সাড়া দাও ডাকে
সারাদিন আছি বসে আমি পথ চেয়ে
খুঁজছি তোমাকে
পাখিরা কূজন করে গাছে নেচে নেচে
খুশি চারিদিকে।


সমুদ্র সম্মুখে ঢেউ আসে ধেয়ে
কী বিষাদ মনে
ছোটো বড় ঢেউ তটিনীকে পেয়ে
হাসে উল্লাসে
মোহনায় মিলেমিশে একাকার জল
নেই তুমি পাশে
সাগর না সুবর্ণরেখা কলকল
ভাবি নির্জনে।


জেলেদের ডিঙাগুলো ফিরে এল তীরে
সম্ভার নিয়ে
উজ্জ্বল অমলিন হাসি রাঙানো আবিরে
ইলিশের গায়ে
কটাদিন কেটে যাবে আমোদ-প্রমোদে
ফিরে গেলে গাঁয়ে
দেহে যত পোড়া দাগ, চৈত্রের রোদে,
যাবে তা মিলিয়ে।


@ অজিত কুমার কর