বীজের ভিতর সম্ভাবনা
অজিত কুমার কর


মায়ের আঁচল সকল শিশুর নিরাপদ আশ্রয়
তাঁর আর নেই ভয়
বিপদআপদ এগিয়ে এলেই মুখ গোঁজে মা'র বুকে
অগাধ সাহস বক্ষে শিশুর সে তখন দুর্জয়।


শিশুর বয়স যতই বাড়ুক মায়ের নিকট ছোটো
ফুলের মতোই ফোটো
দেশের দশের কল্যাণার্থে কর্ম করেই যাও
আলসেমিভাব একটুও নয় বিশ্রাম নাও, ছোটো।


শিশুর ভুবন মা'র চার পাশ একটু একটু বাড়ে
মায়ের নজর কাড়ে
একদিন তাঁর সন্তান ঠিক করবে বিশ্বজয়
চেষ্টা করলে ধরার মানব অনেক কিছুই পারে।


কোপারনিকাস-রবীন্দ্রনাথ কিংবা সূর্য সেন
বিজ্ঞানী সত্যেন
একদিনে কেউ হয়নি অমন, নিষ্ঠা জীবনভর
দূরবীনে চোখ, হস্তে কলম, কারুর দৃষ্টি শ্যেন।


ছোট্টো বীজেই সুপ্তিতে রয় অসীম সম্ভাবনা
জল্পনা কল্পনা
বীজ থেকে গাছ, গাছ থেকে ফল এতদিন অজ্ঞাত
চোখের সামনে বিশাল বৃক্ষ বীজ ছিল এক কণা।


© অজিত কুমার কর