বিজয়োৎসব
অজিত কুমার কর


স্বদেশি শাসক তবু নিপীড়ন যন্ত্রণা দুঃসহ
পুব বাংলায় বাঙালির বাস ভাষার অসম্মান
স্বাভাবিকভাবে সব বাঙালির বাংলার প্রতি টান
চর্চা করছি আজন্মকাল করেছে প্রপিতামহ।


বাঙালির মুখে বাংলা বেরোয় যেমন লাফায় খই
শাসক চাপায় উর্দুর বোঝা সুতীব্র প্রতিবাদ
গুলিতে ঝাঁঝরা রফিক সালাম কীবা ছিল অপরাধ!
ওখানেই শুরু স্বাধীনতা-রণ জয় ঠিক আনবই।


বিরামবিহীন অসম লড়াই নয়মাসাধিক কাল
কতনা জননী সন্তানহারা হানি হল ইজ্জত
তবুও দমেনি অজেয় বাঙালি সুগম করেছে পথ
উড়াল আকাশে দেশের পতাকা সবুজের বুকে লাল।


সহযোগিতার হাত বাড়িয়েছে ভারতীয় সেনাদল
খানসেনাদের দর্প চূর্ণ মেনে নিল পরাজয়
ডিসেম্বরের ষোলোই সেদিন ওদের বিপর্যয়
ভোরের আকাশ অরুণকিরণে ঝলমলে উজ্জ্বল।


পৃথিবীর বুকে চিত্রিত হল নতুন দেশের নাম
সোনার বাংলা বাংলাদেশের হল শুভ উত্থান
কথার খেলাপ করেনি বাঙালি রেখেছে মায়ের মান
মহারণ শেষ, ফিরুক শান্তি, পূরল মনস্কাম।


© অজিত কুমার কর